নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন হোসেনপুর গ্রামের মৃত হাফিজুল্লাহ্ পুত্র সাইফুল ইসলাম ডালিম এবং একই গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র মোঃ সেলিম ভূমি দস্যুতায় এবং চাঁদাবাজি সহ সন্ত্রাসী কর্মকান্ডে হোসেনপুর গ্রামসহ আশেপাশের গ্রাম এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে অতিষ্ট।
তারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতি করে এলাকায় পেশি শক্তি ব্যবহার করে অন্যের ভূমি দখল, চাঁদাবাজি,সন্ত্রাসী এবং মাদক ব্যবসায় জড়িত। তাদের ভয়ে হোসেনপুর গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার নিরীহ মানুষ আতঙ্কের মধ্যে দিন যাপন করছে।
এক সূত্রে জানা যায় কিছুদিন পূর্বে একরামপুর গ্রামের জনাব মো: আলী সিকদার ও মোঃ রফিক এবং রামগোবিন্দের গাও গ্রামের মফিজ উদ্দিন সরকার, মোঃ আশরাফুল আলম আসাদ, মুক্তার হোসেন,শফিউদ্দিন তাহারা হোসেনপুর গ্রামের মৃত মুলুক চান্দের মেয়ে আলাপি ও গোলাপি বিবির হোসেনপুর মৌজায় ১৫৭ দাগে ৭৯ শতাংশ জমি হইতে তাদের হিস্যা মোতাবেক ২৬.৩৩ শতাংশ জমি ক্রয় করে। আর হাফিজুল্লাহ মুলুক চান্দের দুই ছেলে সাবুদ আলী ও মুনছুর আলীর সম্পত্তির ৫২.৬৬ শতাংশ জমি ক্রয় করিয়া পুরা বোনের সম্পত্তি সহ জোর করে ভোগ দখল করে।
তাদের ক্রয়কৃত বোনের সম্পত্তি দাবি করতে গেলে বা উদ্ধার করতে চেষ্টা করলে উল্টো ভূমিদস্যু ও সন্ত্রাসী আখ্যা দেয়। সাইফুল ইসলাম ডালিম ও তাহাদের সহযোগীরা মিলে মো: আলী সিকদার, মফিজ উদ্দিন সরকার, মোঃ আসাদ, মুক্তার হোসেন, মো: রফিক ও শফিউদ্দিন কে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান ও ভয়-ভীতি সহ মোটা অংকের চাঁদা দাবি করে।তাছাড়া মিথ্যা হামলা মামলা ও মিথ্যা বানোয়াট বৃত্তিহীন তথ্য প্রচার করে তাদের সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করে। এই জবর দখলকারী ও ভূমি দস্যু সন্ত্রাসী সাইফুল ইসলাম ডালিম এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না করিলে এলাকার শাস্তি ও শৃঙ্খলা নষ্ট হবে। এলাকাবাসী এর তীব্র নিন্দা জানায় ও বিচার দাবি করে।