চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের খন্দকার বাড়ির ইয়াসিন খন্দকারের খুঁটির জোর কোথায়। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছে বাড়ির ও আশপাশের লোকজন। জানাযায়, ইয়াসিন খন্দকার বাড়ির নিরীহ লোকজনের সম্পত্তি জোরপূর্বক দখল করাসহ মারধর করে থাকে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। আশপাশের লোকজনের সাথে প্রভাব বিস্তার করে আসছে। একের সাথে অপরের দ্বন্দ্ব সৃষ্টি করে থাকে।
তাঁর অত্যাচারে নিরীহ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
সে এলাকার সালিশ মাণ্য করে না।
তাঁর ভয়ে এলাকার নিরীহ মানুষ থাকে আতঙ্কে।
এব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক, এলাকার ক ব্যক্তি জানান, ইয়াসিন খন্দকার জোরপূর্বক বাড়ির ও আশপাশের লোকজনের সম্পত্তি দখল করে। নিরীহ মানুষকে মারধর করে থাকে। এলাকায় প্রভাব বিস্তার করে।
সে কার খুঁটির জোরে এসব করছে।