বরিশাল বাকেরগঞ্জ থানাধীন কৃষ্ণ কাঠী গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ পাওয়া গেছে।এতে আহত হলেন কৃষ্ণ কাঠী গ্রামের মৃত দেলোয়ার হাওলাদার স্ত্রী পারুল বেগম (৬০) তার প্রবাসী ছেলে রঞ্জু (৩০) মেয়ে সাথি (২০) নাতি-রাতুল (১২) ও বড় ছেলের স্ত্রী মাহমুদা বেগম (৩০)।
গতকাল শনিবার বেলা ১১ টায় তাদের নিজ বাড়িতে হামলার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে।সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত সূত্রে জানা গেছে মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে বাহাদুর গংগের সাথে জমি জমা নিয়ে পার্শ্ববর্তী আনসার ও ইনুসর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।প্রতিপক্ষ আনসার ও ইউনুস হাওলাদার একটি জাল দলিল দেখিয়ে বাহাদুর হাওলাদার গংদের জমি জোরপূর্বক দখল করে আসছে।এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসা হলেও প্রতিপক্ষ সালিশ মানতে নারাজ।
এদিকে বাহাদুর হাওলাদার এর ছোট ভাই রঞ্জু হাওলাদার সৌদি প্রবাসী বেশ কিছুদিন আগে প্রবাস থেকে এসে ৪০ শতাংশ জমি ক্রয় করে। তার সেই ক্রয় কৃত জমিতে আনসার ও ইউনুস হাওলাদার জোরপূর্ব বিল্ডিং নির্মাণ শুরু করে।এতে বাহাদুর হাওলাদার গংরা বাধা দিলে আনসার ও ইউনুস হাওলাদাররা বাহাদুর হাওলাদারের ছোট ভাই প্রবাসী রঞ্জু হাওলাদারকে প্রাণনাশের হুমকি দেয়।
আর এই ঘটনার জেরে শনিবার সকাল ১১ টায় আনসার, ইউনুস হাওলাদার,জুয়েল হাওলাদার, শাওন হাওলাদার, নাঈম, শফিক, সাইফুল সহ অজ্ঞাত ৮-১০ জন ধারলো দা, লোহার রড ও পাইপ দিয়ে রঞ্জু হাওলাদার এর বসত ঘরে প্রবেশ করে ওতর্কিত হামলা চালায়।এ সময় প্রতিপক্ষরা রঞ্জু হাওলাদার কে ধাড়ালো দা ও রড দিলে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে।
পরে আহতর ডাক চিৎকারে তার মা পারুল বেগম,বোন সাথী ভাইর বউ মাহমুদা বেগম ও ভাতিজা রাতুল তাকে বাঁচাতে গেলে তাদেরও কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে।এ সময় প্রতিপক্ষরা প্রবাসী রঞ্জু হালদারের ঘরে থাকা বিবাহ উদ্দেশ্যে বিদেশ থেকে আনা ১ ভরি স্বর্ণের চেইন, হাতের আংটি, তিন জোড়া কানের দুল ও নগদ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।বর্তমানে আহতরা শেবাচিম মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।