Crime News tv 24
ঢাকাশনিবার , ৩ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি
মে ৩, ২০২৫ ১১:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছার চাঁদখালীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং তাদের লোকজন কর্তৃক বিএনপি মৎস্যজীবী দলের নেতা এবং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে সহ নিরীহ লোকের উপর হামলার প্রতিবাদ এবং দায়ের কৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধনের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিএনপি নেতা নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল হান্নান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, হুমায়ুন, আক্তার হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল সরদার, আব্দুর রহমান, বেলাল হোসেন, নুর আহমদ সরদার, আসলাম সরদার, রহমত গাজী, ফেরদাউস সরদার, রাজ্জাক সরদার, আশরাফ হোসেন, সবুজ সরদার ও সেলিম শেখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ করে।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ নেতা মুছাল সরদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাফিজুল ইসলাম ও তাদের লোকজন চাঁদখালী পশুর হাট এলাকায় উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলামের ছেলে হুমায়ুন এর উপর অতর্কিত হামলা ও মারপিট করে। এতে ৪ জন গুরুতর জখম হয়। বক্তারা বলেন তারা শুধু হামলা করে ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতা মুসাল তার মেয়েকে দিয়ে মনিরুল ও হুমায়ুন সহ এলাকার নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

এসময় হুমায়ুন সরদার বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশছাড়া করবে বলে মুছাল মোবাইলে হুমকি দিয়েছে। আক্তার হোসেন বলেন আমি দিনমজুর, ঝিনাইদহ ইটের ভাটায় কর্মরত ছিলাম, অথচ দায়ের করা মামলায় আমাকে ৯ নং আসামি করা হয়েছে। মাসুম বলেন এ ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নাই, অথচ আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য গত ১ লা মে কালিদাস পুর গ্রামের আবু মুসালের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে মনিরুল, হুমায়ুন সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জন কে আসামি করে হামলা, মারপিট, চুরি ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা করেন। যার প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।