বরগুনা জেলার বামনা উপজেলায় মেসার্স ইরা ব্রিকস সম্পুর্ন অবৈধভাবে চালাচ্ছেন বলে অভিযোগ পেয়ে বরগুনা জেলার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান করে, মেসার্স ইরা ব্রিকস সম্পুর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন এবং ৪০,০০০/= টাকা জরিমানা করেছেন গত ২৩,০৪,২০২৫ ইংরেজি তারিখ দুপুর আনুমানিক ১ ঘটিকায়, বন্ধের নির্দেশ ও জরিমানা করে যাওয়ার ২০,২৫ মিনিট পরে পুনরায় চালু করেন ভাটার কার্যক্রম, এই বিষয় বরগুনা জেলার পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ রাকিব হোসেন এর সাথে কথা বললে তিনি জানান মেসার্স ইরা ব্রিকস সম্পুর্ন বন্ধের নির্দেশ দিয়েছেন এটা চালানোর কোন সুযোগ নেই, আমরা বেবস্থা গ্রহণ করছি কিন্তু আজ পরযন্ত কোন বেবস্থা গ্রহণ করা হয়নি, কেন কোন বেবস্থা গ্রহণ করা হয়নি সেই বিষয় অনুসন্ধান করে জানাযায় জেলা প্রশাসকের অফিসে চাকরি করেন মেসার্স ইরা ব্রিকস এর মালিক এর ভগ্নিপতি নাসির আর সকল প্রকার অপরাধ দামাচাপা দেন এই নাসির সকল অফিসার দের ম্যানেজ করে, এখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জেলা প্রশাসকের নির্দেশ অমান্য করে যখন ইটের ভাঁটা চালাচ্ছেন তাহলে হয়তো মোটা অঙ্কের টাকার বিনিময়ে রফাদফা হয়েছে, এই বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও নেয়া হয়নি কোন আইনগত বেবস্থা।