সিরাজগঞ্জ রায়গঞ্জে থানা এলাকা হতে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৭ এপ্রিল ২০২৫ র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ষোল মাইল চান্দাইকোনা মা ফুড গার্ডেন হোটেলের বিপরীত দিকে ঢাকা টু রংপুর মহাসড়কের পশ্চিম পার্শ্বে জনৈক সাইদুল ইসলামের বাড়ীর সামনের পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩,৯৭৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন এবং নগদ ৬১২৫ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ খোকন মিয়া(৫৫), পিতা-মৃত মোজাফ্ফর আহম্মেদ, সাং- চর ষোলকিয়া, পোস্ট-ফরমুল্লা বাজার, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে#