Crime News tv 24
ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কালীচরণপুরে কৃষ জমির মাটি যাচ্ছে ইট ভাটায়। ধ্বংসের দ্বারপ্রান্তে জেলার অধিকাংশ আবাদি তিন-ফসলের জমি।

ঝিনাইদহ প্রতিনিধিঃ
এপ্রিল ২১, ২০২৫ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

কালীচরণপুর ইউনিয়নে দাপিয়ে বেড়াচ্ছে রাতভর মাটি বোঝাই ট্রক্টর। আব্বাস দোকানদারের শেল্টারে কৃষি জমির মাটি কেটে ফসলের জমি ধ্বংশের রমরমা ব্যবসা করছে পুশান্ত পাল,ফিরোজ ও সুজন মল্লিক।

ঝিনাইদহের সদর উপজেলা কালীচরণপুর ইউনিয়নের পাচ নং ওয়ার্ডের পশ্চিম পাড়ার মোরসেদের বাড়ির পিছনের মাঠে সম্পূর্ণ ধানী জমির মাটি  কেটে কালীচরণপুরের রবি মিয়ার এন,এস,বি ইট ভাটায় বিক্রি করছে একটি অসাধু চক্র।

আব্বাস দোকানদার,পুশান্ত পাল,সুজন মল্লিক,ফিরোজসহ অনেকেই এই চক্রের সদস্য। কৃষি জমির মাটি কাটার জন্য ভেকু এবং ট্রাক্টরের ব্যবস্থা করেছে বদনপুর গ্রামের মোঃ আবজালের ছেলে মোঃ ফিরোজ ও কালী চয়নপুর গ্রামের পুসান্ত পাল ।

সরেজমিনে জানা যায়, সকল মহলকে ম্যনেজ করেই ভূমি আইন লঙ্ঘন  করে রাতভর কৃষিজমির মাটি কেটে বিক্রি করলেও ইউনিয়ন ভুমিকর্মকর্তা সেই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছেন না। পদক্ষেপ নিতে দেখা যায়নি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও।

স্থানীয় গ্রামবাসী একাধিকবার বাধা দেবার চেষ্টা করলেও কারো বাঁধাি তারা মানছে না। সারা রাত বিকট শব্দে বেগতিক গতীতে বেপরোয়া ছুটছে এই মাটি বোঝাই ট্রাক্টর, রাতে কেউই ঘুমাতে পারছে না,সন্ধার পরেই সড়কে নামতে ভয় পাচ্ছে এলাকার পথচারীরা যেকোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনা ঘটবে তাছাড়া আঞ্চলিক সড়কে কাদামাটিতে বেহাল দশা অবস্থা আর কৃষি জমি তো ধ্বংস হচ্ছেই, এমতবস্থায় এলাকার জনগণ ঝিনাইদহের জেলা প্রশাসক ও পুলিশ সুপারে আশু হস্তক্ষেপ কমকনা করছেন।

অনতিবিলম্বে এই মাটিখোর চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত করে আইনের মাধ্যমে জেল জরিমানা করা হোক