Crime News tv 24
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ থেকে চুরি হওয়া ইজিবাইক নড়াইলে উদ্ধার, গ্রেফতার-০২

Link Copied!

ঝিনাইদহ জেলা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক উদ্ধার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় সুজন উদ্দিন শেখ (২৭) এবং মো. রোমান শেখ (২৯) নামে দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ এপ্রিল) সকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে নড়াইল সদর উপজেলার নাকশী মাদরাসা বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ এবং পিরোজপুরের নাজিপুর থানার মধ্য রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মো. রোমান শেখ।

গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যাটারিচালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। শনিবার রাতে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদ পায় যে সদর উপজেলার নাকশী এলাকা দিয়ে চুরি যাওয়া ইজিবাইকটি চোরচক্রের সদস্যরা বিক্রি করার জন্য পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার উদ্দেশে যাচ্ছিল। পরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দু’জন চোর ও সবুজ রঙের ইজিবাইকটি আটক করে।

এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ দারা খান বলেন, গ্রেফতার আসামিদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।