Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বিষ্ফোরক মামলায় কামরুজ্জামান হিরার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৫ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) কামরুজ্জামান হিরাকে(৪৬) জিজ্ঞেসাবাদের জন্য গতকাল ১৭এপ্রিল বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। আবেদনের প্রেক্ষিতে আগামী ২০এপ্রিল রবিবার রিমান্ড আবেদনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে আদালত। বিষ্ফোরক পৃথক দুইটি মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির এ দিন ধার্য করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, গত ১৬এপ্রিল বুধবার ঢাকার পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে। কামরুজ্জামান হিরার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার পুরোহিতপুর গ্রামে। তার পিতার নাম আবুল কাসেম। কামরুজ্জামান হিরা দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীরপুত্র গোলাম মতুর্জা পাপ্পার একান্ত সহকারী(পিএস) হিসেবে দায়িত্ব পালন করে রূপগঞ্জের রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, কামরুজ্জামান হিরাকে দুইটি মামলায় পৃথক সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির দিন ধার্য করে। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রূপগঞ্জের একাধিক স্থানে হামলা, ভাংচুর, লুটপাট, গুলিবর্ষণ ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। তখন অন্যদের ন্যায় কামরুজ্জামান হিরাকেও বিষ্ফোরক দ্রব্য আইনে রূপগঞ্জ থানায় দায়েরকৃত এজাহার নামীয় আসামী করা হয়।