Crime News tv 24
ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

” ঢাকা সাভার আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড “

এস এম জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
এপ্রিল ১৬, ২০২৫ ১২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা সাভার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ঢাকা থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই কারখানার শ্রমিকরা আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল ৫টা ৩২ মিনিটে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়। কিন্তু তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনে কারখানা কতৃপক্ষ।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুমেন বড়ুয়া বলেন, কারখানায় ওয়েড়িং মেশিন দিয়ে কাজ করছিলেন শ্রমিকরা। মূলত সেখান থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। তবে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে আগুন নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং তেমন কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।