Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে দেকান বাকির পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানিকে হ-ত্যা-র অভিযোগ।

সুজন আহম্মেদ ,ঝিনাইদহ প্রতিনিধি:
এপ্রিল ১৫, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর এলাকায় পাওনা টাকা চাওয়ায় কিল-ঘুষি মেরে মোহাম্মদ আলী (৬০) নামের এক মুদি দোকানদারকে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে ডাকবাংলা ত্রিমনি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই এলাকার মৃত কেনু মিয়ার ছেলে ও স্থানীয় বাজারের মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।
জানা যায়, বাজারের মুদি দোকানদার মোহাম্মদ আলীর ঢালী দোকান থেকে বাকিতে সাংসারিক সামগ্রী ক্রয় করেন প্রতিবেশী চাতাল শ্রমিক আশাদুল। কিন্তু দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেনি আশাদুল। মঙ্গলবার সকালে পাওনা টাকার জন্য মোহাম্মদ আলী আসাদুলের বাড়িতে গিয়ে তাগাদা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে আশাদুল ও অজ্ঞাত ৩-৪ জন তার বাড়ির ভিতরেই ব্যবসায়ী মোহাম্মদ আলীকে কিল-ঘুষি মারে। এতে গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ আলীকে স্থানীয় এবং পরিবারের লোকজন প্রথমে ডাকবাংলা বাজারে নিলে থানা ডাক্তার তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন পরে যাদের সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।