Crime News tv 24
ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

admin
এপ্রিল ১৪, ২০২৫ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

সুজন আহমেদ নিজস্ব প্রতিবেদক:-

বাঙালি জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাংলা নববর্ষ উৎসব।
আজ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকজ উৎসব। বাংলা বর্ষপঞ্জিতে যোগ হলো নতুন বছর। পুরাতন বছরের ব্যর্থতা মুছে ফেলে, নববর্ষ এলো সাফল্যের দ্বার খুলে সবাইকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা! “শুভ নববর্ষ-১৪৩২”। পহেলা বৈশাখে বর্ণিল উৎসবে মাতবে দেশ। ১লা বৈশাখ বর্ষবরণ উৎসব উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও চুয়াডাঙ্গা জেলায় আনন্দমুখর পরিবেশে নানান কর্মসূচি পালিত হয়েছে।

ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপনে আজ ১৪ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আয়োজনে সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে জেলা মুক্তমঞ্চে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে (১৪-১৬ এপ্রিল ২০২৫) বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন। উক্ত আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গায় বর্ষবরণ উৎসবকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনাকে এড়াতে জেলা পুলিশের প্রতিটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিফর্ম পরিহিত পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের পুলিশ, ডিবি নিয়োজিত রয়েছে। যদি কেউ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালায় তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে নারীদের ইভটিজিং রোধে পুরা শহরে নেয়া হয়েছে বিশেষ নজরদারি ও অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সাইবার প্যাট্রোলিং জোরদার করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা; জনাব ডাঃ হাদী জিয়া উদ্দিন আহমেদ, সিভিল সার্জন, চুয়াডাঙ্গা; রোভার স্কাউটস এর সদস্যবৃন্দ; বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও কোমলমতি ছাত্রছাত্রীরা; সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ; বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।