কুড়িগ্রামের চিলমারীতে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শরীফের হাট এম ইউ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে একটি শোভাযাত্রা বের হয়ে অত্র এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শোভাযাত্রাটি মিলিত হয়।
পরে বিদ্যালয় হল রুমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রমনা ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল মোতালেব, সিনিয়র শিক্ষক মোঃ ছাদেক আলী, রোকনুজ্জামান রোকন, আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে পান্তা উৎসব অনুষ্ঠিত হয়।