চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) সুকান্ত দাস, তিয়রবিলা পুলিশ ক্যাম্প সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ টিপু সুলতান(৩৫),কে খাসকররা ইউনিয়নের তালুককররা গ্রামের ভাটইদারের মাঠ থেকে ধৃত আসামীর বেগুন ক্ষেতে ৩(তিন)টি মাদকদ্রব্য গাঁজার গাছ (ওজন- ১২(বার) কেজি ২০০(দুইশত) গ্রাম) সহ গ্রেফতার করা হয়েছে। গতকাল ১২/০৪/২০২৫ তারিখ রাত ৩টায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা নং-২০, তারিখ- ১২/০৪/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৮(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।