মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক করা হয়েছেন, রবিবার ১৩ এপ্রিল ভোরের দিকে সদর থানা এবং ডিবির পুলিশের যৌথ অভিযানে অ্যাডভোকেট আব্দুস সালামকে তার বাসা থেকে আটক করা হয়েছে।
২০২৪ সালের ২৮ আগষ্ট সন্ত্রাস বিরোধী আইনে মেহেরপুর সদর থানায় দায়ের করা ২০ নং মামলায় অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক করা হয়েছে, মেহেরপুর সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) জাহাঙ্গীর সেলিম এর নেতৃত্বে এস আই প্রহল্লাদ সহ ডিবি’র একটি টিম রবিবার ১৩ এপ্রিল ভোরের দিকে মেহেরপুর শহরের বড়বাজার হাজী মহসীন আলী রোডের তার বাসা থেকে আটক করা হয়।