Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলায় গ্রেফতার-২৩

Link Copied!

নড়াইলের কালিয়া থানা পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি মামলার আসামিসহ ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৫ মার্চ নড়াইল জেলার কালিয়া উপজেলার সিলিমপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মোল্লার ছেলে হাসিম মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কালিয়া থানা পুলিশ ও র‍্যাব যৌথ অভিযানে গোপালগঞ্জ ও ঢাকা থেকে হত্যা মামলার এজাহারভুক্ত ১৬ আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন — সিলিমপুর গ্রামের রিপন মোল্যা (৪৫), সাব্বির মোল্যা (২৩), ইমরুল মোল্যা (৩৫), হিসাম শেখ (৩৪), ইয়াসিন শেখ, রাজা শেখ, রাজুল শেখ (৩৫), রকিবুল মোল্যা (৩২), হায়াত মোল্যা (২৭), মফিজুর মোল্যা (৫০), পারভেজ মোল্যা (৩০), ইয়াসিন মোল্যা (৩০), রেজা মোল্যা (৩০), আজান মোল্যা (৬২), বিকাশ মোল্যা (৪৪) ও লাকটু মোল্যা (৪৫)।

এছাড়া, কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের গৃহবধূ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়া থানার এসআই আজিজুর তালুকদার। অন্যদিকে, অপহরণ, চাঁদাবাজি ও লুটপাটের তিন মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপতার কৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।