এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী ইতমার বিন গভিরের আল-আকসা মসজিদ সফরকে "গুরুতর উসকানি ও বিপজ্জনক উত্তেজনা" বলে আখ্যায়িত করেছে। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান "গণহত্যার অংশ" এবং "জেরুজালেমের পবিত্র মসজিদটিকে ইহুদি করণের" একটি প্রচেষ্টা।
হামাসের বিবৃতিতে আরও বলা হয়, "ফ্যাসিবাদী মন্ত্রী কর্তৃক আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ সম্পূর্ণরূপে দখলদার সরকারের নীলনকশার অংশ, যা যুদ্ধাপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। এর মূল লক্ষ্য হলো পবিত্র মসজিদকে ইহুদি ধর্মীয় স্থান হিসেবে প্রতিষ্ঠা করা এবং জেরুজালেমে দখলদারিত্বের নতুন বাস্তবতা চাপিয়ে দেওয়া।"
এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।