আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে, ৮ মার্চ ২০২৫ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত, আলোচনা ও প্রথমা বাংলাদেশ নিবেদিত,গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড -২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়জী, বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,অধ্যাপক ড হামিদা খানম, ড.রেবেকা সুলতানা,দেশ বরণ্য সঙ্গীত শিল্পী ফাতেমা তুজ- জহুরা,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নারী উদ্যোক্তা গ্লোবাল স্টার কমিউনিকেশন এর উপদেষ্টা আনোয়ারা বেগম নীপা, গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর কে রিপন,কবি সাহানা সুলতানা,এস এম মম, লাবণ্য সীমা সহ অনন্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন, গ্লোবালকমিউনিকেশন এর পরিচালক, টিভি উপস্থাপিকা তানিয়া আফরিন।রত্নগর্ভা মা হিসাবে স্মারক সন্মাননা গ্রহন করেন মাহমুদা বেগম।আজীবন স্মারক সন্মাননা গ্রহন করেন একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা তুজ -জহুরা।