কুমিল্লার চান্দিনায় ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি চান্দিনা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজিয়া হোসেনের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।
স্মারলিপিতে ২০১৩ সনের ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের ৮ (৩) (ঙ) ধারায় নিষিদ্ধ এলাকার দুরত্ব ৪০০ মিটার এবং আইনের ৮ (৩) (খ) এ বনের দুরত্ব ৭০০ মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারীর মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান, মোবাইল কোর্ট বন্ধ রাখা, বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দেয়া সহ ৭টি প্রস্তাবনা তুলে ধরা হয়।
স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- এইচএন ব্রিকস এর মো. হারুন অর রশিদ চেয়ারম্যান, হাজী ব্রিকস এর মো. মনির হোসেন, আরএনআর ব্রিকস এর মো. আলমগীর হোসেন, রয়েল ব্রিকস এর মো. মঞ্জুর রহমান, এসকেবি ব্রিকস এর মো. শাহরিয়ার, আরএমবি ব্রিকস এর মিজানুর রহমান, বিসমিল্লাহ্ ব্রিকস এর আনিসুর রহমান, পূবালী ব্রিকস এর মো. এনায়েত, এমরান ব্রিকস এর চেঙ্গিস। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে ব্রিকস ফিল্ড গুলোর ম্যানেজার, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকরা অংশগ্রহণ করেন।