মাহে রমজান মাস উপলক্ষে দ্রব্যেমূল্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং অতিরিক্ত মূল্যেবৃদ্ধিরোধে ও সড়কে যানজট নিরসণের জন্য বুড়িচং সদর বাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।
৪ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার উপজেলার সদর ইউনিয়নের বুড়িচং বাজারে এই অভিযান পরিচালনা করেন। তিনি সবজি বাজার, মুদিদোকানসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রয়কারী দোকান ও প্রতিষ্ঠাণ পরিদর্শন করে এবং মূল্য তালিকা দেখেন। নিত্য প্রয়োজনীয় পন্য অতিরিক্ত দামে বিক্রয় করে কিনা সেই বিষয়ে ক্রেতাদের সাথে আলাপ করেন। সড়কের যানজট নিয়ন্ত্রণের জন্য নিয়োগকৃত আনসার সদস্যেদের খোজ খবর নেন। এছাড়া সড়কের উপর এবং মানুষ চলাচলের পথ ফুটপাতে ফল বিক্রয় করার অপরাধে ৬ জন ফল বিক্রেতাকে কে ১হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার বলেন,মাহে রমজান মাসে রোজাদার মানুষরা যেন কষ্ট না পায় সে দিকে সকলকে খেয়াল রাখতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। সাধারন মানুষের চলাচলের পথ বন্ধ করে ব্যবসা করা যাবে না। মানুষের চলাচলের ফুটপাতে কেউ কোন দোকান পাট বসাতে পারবে না।