প্রতিবছর এই টুর্নামেন্ট গিদারীর প্রানকেন্দ্র কাউন্সিলের বাজারে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে গিদারী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় হতে পাশকৃত সকল এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।
এই টুর্নামেন্টের মাধ্যমে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল সিনিয়র জুনিয়র একত্রে হয়ে ফুটিয়ে তোলে তাদের ভ্রাতৃত্ব। সর্বশেষ এই আসর হয়েছে ২০২৪ সালে। এবারও চলছে আসরের জন্য জাক-জমক আয়োজন ও পরিকল্পনা। প্রস্তুতি নিচ্ছে প্রতিটা ব্যাচের সদস্যরা।
কর্ম ব্যস্ততায় একই ব্যাচের সকল শিক্ষার্থী মিলিত হওয়া কষ্টসাধ্য। এই টুর্নামেন্ট হয়ে থাকে সাধারণত দুই ঈদের যেকোনো একটির ছুটিতে। তাই সবাই ঈদের ছুটিতে এসে উপভোগ করে এই আয়োজন। মিলিত করে একে অপরের সাথে কাঁধ।
গতবার ২০২৪ ইং জাক জমক শান্তিপূর্ণভাবে সমাপ্তি ঘটে এই আসরের।