Crime News tv 24
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

তরুণ ও মেধাবীরা-ই আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে: বকুল

নিজস্ব প্রতিবেদক:-
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, এ দেশের তরুণ ও মেধাবীরাই আগামী দিনের ভবিষ্যৎ।

তারা এই দেশকে নেতৃত্ব দেবে। শুধু তাই নয়, দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের হাতেই ন্যাস্ত হবে। তাই দেশের সেবায় মেধাবী তরুনদের এগিয়ে আসতে হবে। নিজ পরিবার থেকে সমাজ, সমাজ থেকে প্রতিটি ক্ষেত্রে তাদের যেমন রাজনৈতিক সচেতন হয়ে উঠতে হবে, দেশ প্রেমে উদ্ভুদ্ধ হতে হবে। কোন চ্যালেঞ্জ ছাড়াই সাফল্য অর্জন সম্ভব নয়। আধুনিক বিশ্বে টিকে থাকার জন্য সেই চ্যালেঞ্জ গ্রহণের এখন থেকেই তরুণদের গড়ে উঠতে হবে। নিজের মেধা-মননকে ভাল কাজে ব্যবহার করতে হবে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সামাজিক সংগঠন “হৃদয়ে খুলনা” উদ্যোগে খালিশপুর স্যাটেলাইন টাউন স্কুল মাঠে মেধাবৃত্তি ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ তথ্য প্রযুক্তির যুগে প্রতিনিয়ত তোমাদের রঙিন দুনিয়ার হাতছানি দিবে। কোনটি তোমার চিন্তা-চেতনাকে যেমন ধ্বংস করতে, অন্যদিকে তোমাদের সফলতার আলো দেখাবে। নিজ পরিবার ও সমাজের কথা বিবেচনা করে তোমাকেই সর্বত্তোমটি বেছে নিতে হবে। একটি ভুল জীবনকে দুর্বিষহ করতে তুলবে। মানুষ হিসেবে বেঁচে থাকার আকাঙ্খাকে নি:শেষ করবে। আমাদের সন্ত্রাস, মাদকসহ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে দুরে থাকতে হবে। নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ‘জিদ’ ধরতে হবে ভাল মানুষ হওয়ার। পিতা-মাতার শ্রেষ্ঠ সন্তান হওয়ার। তাহলেই আপামর মানুষ তোমাকে মনে রাখবে। হৃদয়ের মনিকোঠায় স্থান দেবে। পরে তিনি আলেমে দ্বীণ,খালিশপুর সকল মসজিদের সন্মানিত ইমাম ও খতিব, খালিশপুর এর সকল মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, স্যাটালাইট টাউন মাধ্যমিক বিদ্যালয় এর ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর মেধাবৃত্তি প্রথম ৫ জন করে ২৫ জনকে এবং ইউসেফ স্কুলের ১২ জনকে মেধাবৃত্তি ও সনদপত্র তুলে দেন।

হৃদয়ে খুলনার প্রধান এডমিন শহিদুল ইসলামের সভাপতিত্বে হৃদয়ে খুলনার এডমিন মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজমুন হোসেন খাঁ, হৃদয়ে খুলনার সদস্য সৈয়দ রফিকুল ইসলাম, প্রকৌশলী একে জাহিদ, সাবেক কমিশনার এম এ সালেকসহ প্রমুখ।