নিজস্ব প্রতিবেদক:-
বরিশাল কাউনিয়া থানাধীন ১ নং ওয়ার্ড বেঙ্গল বিস্কুট প্রথম গলি এলাকায় যৌতুকের টাকা না দেওয়ার মাদক সেবী স্বামীর হামলায় স্ত্রী ও শাশুড়ি গুরুতর আহত হয়েছে।আজ রবিবার সকাল ১১ টায় ১ নং ওয়ার্ড প্রথম গলি এলাকায় বসে এই হামলার ঘটনা ঘটে।এতে হালিমা বেগম (২২) ও তার মা চম্পা বেগম (৫৫) গুরুতর জখম হয়।
আহত হালিমা মাদক সেবী ইয়াকুব আলী আলিফের স্ত্রী ও চম্পা বেগম হালিমার মা একই এলাকার দুলাল সরদারের স্ত্রী। পরে স্থানীয়রা আহতদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত সূত্রে জানা গেছে, হালিমার সাথে তাদের পার্শ্ববর্তী ইউনুস আলীর ছেলে ইয়াকুব আলী আলিফের সাথে সাত বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়।তাদের দাম্পত্য জীবনে দুটি পুত্র সন্তান রয়েছে।ইয়াকুব আলী আলিফ দীর্ঘদিন যাবত মাদক সেবনের সাথে জড়িত।বিভিন্ন সময় মাদকের টাকার জন্য তার স্ত্রী হালিমাকে মারধর করে।
এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিশ মীমাংসা ও আদালতের মাধ্যমে সালিশ কি মাংস হয়।শালিশ মীমাংসার পরে কিছুদিন ভালো থাকলেও এরপরে আবার পুনরায় শুরু হয় যৌতুকের টাকার জন্য অত্যাচার। এরই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল ১১ টায় যৌতুকের টাকার জন্য স্ত্রী হালিমার উপরে অত্যাচার শুরু করে স্বামী ইয়াকুব আলী আলিফ।
এ সময় হালিমার মা চম্পা বেগম এসে তাকে বাধা দিলে মেয়ের জামাই ইয়াকুব আলী আলীফ ও আলিফ এর বাবা ইউসুফ আলী ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে চম্পা বেগম ও তার মেয়ে হালিমাকে এলোপাতারি পিটাতে শুরু করে।এ সময় আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত চম্পা বেগম শেবাচিমের মহিলা সার্জারি ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।