Crime News tv 24
ঢাকারবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে জোরপূর্বক প্রবাসীর ভূমি দখলের চেষ্টা; বাধা দেয়ায় হত্যার হুমকি

admin
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:-

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মোঃ মহিউদ্দিন আল আমিন নামে এক প্রবাসীর পত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আল-আমিন বুড়িচং থানা একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার পরিহলপাড়া গ্রামের আবু তালেবের ছেলে মোঃ মহিউদ্দিন আল আমিন তার পৈত্রিক সাবেক ২১৪ হালে ২৭০ ও সাবেক ২১৬ হালে ৭২ দাগের সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এই সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা-মোকদ্দমা চলমান রয়েছে।

সম্প্রতি সময়ে দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল খালেক বেপারীর ছেলে আব্দুর রশিদ, মোঃ রুহুল আমিন, মোঃ খাইরুল, মোঃ আল-আমিন ওই প্রবাসীর পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারা করে আসছিল। এ বিষয়ে প্রবাসী মহিউদ্দিন আল আমিন গন্যমান্য ব্যক্তিবর্গদের অবহিত করে রাখে।

গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯ টায় উপরোক্ত আব্দুর রশিদের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন প্রবাসী মহিউদ্দিন আল আমিনের জায়গায় ইট বালি নিয়ে দখলের চেষ্টা করে।

খবর পেয়ে মহিউদ্দিন আলামিন বাধা প্রদান করলে প্রতিপক্ষরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ ও হত্যার হুমকি দেয়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে আসলে তারা পালিয়ে যায়।

এই ঘটনায় প্রবাসী মহিউদ্দিন আলামিন ঐদিন বিকেলে বুড়িচং থানায় জীবনের নিরাপত্তা ও সম্পত্তির নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করে।

প্রবাসী মহিউদ্দিন আল আমিন জানান, প্রতিপক্ষের লোকজন যেকোনো সময় তার পরিবারের উপর এবং তার ওপর হামলা চালাতে পারে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পৈত্রিক সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করেন তিনি।