Crime News tv 24
ঢাকাশনিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

স্বামী স্ত্রী ঘুরতে গিয়ে হামলার শিকার- স্বামী -স্ত্রীর সাংবাদ সম্মেলন

মোঃ আব্দুল হামিদ মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
ফেব্রুয়ারি ২২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরের মুজিবনগর কমপ্লেক্সে স্বামী স্ত্রী ঘুরতে গিয়ে হামলার শিকার হয়েছে, মামলা দায়েরের পর সাংবাদিক সম্মেলন করেছে হামলার শিকার হওয়া দম্পতি।

শনিবার ২২ ফেব্রুয়ারী-২৫ সন্ধ্যায় মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় হামলার শিকার নাইমুল হোসাইন রোমান্স তার নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১৪ ফেব্রুয়ারি তার স্ত্রীকে নিয়ে মুজিবনগর কমপ্লেক্স ঘুরতে যাই, মুজিবনগর কমপ্লেক্স ঘুরে ফেরার পথে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের মেইন গেটের সামনে মাকসুদুল, লিমনসহ ৩-৪ জন যুবক তাদের উপর অতর্কিত হামলা চালায়, তাদের হামলায় তারা মাটিতে লুকিয়ে পড়ে,তিনি বলেন,হামলা করে আমার স্ত্রীকে তারা লাথি মারতে থাকে।
হামলাকারীরা তার স্ত্রীর স্বর্ণের চেন এবং আমার কাছে থাকা ২০ হাজার টাকা জোরপূর্বক কেড়ে নেয়,এর সময় আমাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যাবে, এঘটনা মুজিবনগর থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে অভিযোগ দিতে বলেন, পরে অভিযোগ দায়ের করার পরেও কোন গুরুত্ব না দেয়ায় আদালতে মামলা দায়ের করি,আদালতে মামলা দায়েরের পর মোবাইলে হুমকি দিচ্ছে বলে নাইমুল হোসাইনন রুমান্স জানান।