বরিশাল কাউনিয়া থানাধীন ৭ নং ওয়ার্ড ব্রাঞ্চ রোড এলাকায় সিনিয়র জুনিয়র কে কেন্দ্র করে সাজিন (২০) নামের এক কিশোরকে পিটিয়ে গুরুতর জখম করেছে বকাটেরা।গত বৃহস্পতিবার রাত ৯ টায় হামলার ঘটনা ঘটে। এর আগেও দুপুর দুইটায় এবং বিকেলে দুই দফা হামলার চেষ্টা করে কিশোর সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা আহত সাজিন কে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহত সাজিন ৭ নং ওয়ার্ড কাউনিয়া এলাকার সেলিম হাওলাদার এর ছেলে। আহত সূত্রে জানা গেছে, আহত সাজিনের সাথে একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে সাব্বিরের সাথে সিনিয়র জুনিয়র নিয়ে বিরোধ সৃষ্টি হয়।বকাটে কিশোর সন্ত্রাসী সাব্বির নিজেকে সিনিয়র দাবি করে এবং সাজিন কে বিভিন্ন সময় ছোট ভাই বলে।
সাজিন তাকে বড় ভাই মানতে নারাজ হলে প্রতিপক্ষ সাব্বির বিভিন্ন সময় তাকে খুন জখমের হুমকি দেয়।এরই ধারাবাহিকরায় বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাজিনের উপর হামলার চেষ্টা করে বখাটে সাব্বির ও তার সাঙ্গোপাঙ্গরা।এখানে স্থানীয়দের কারণে সাজিনকে বেশি মারতে না পারার সন্ধ্যার দিকে তার কিশোর গ্যাং নিয়ে দ্বিতীয় দফায় হামলার চেষ্টা চালায়।
তাতেও ব্যর্থ হলে রাত ৯ টার দিকে সাব্বির, রাসেল শোভন, ইমন, সহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন কিশোর গ্যাং এর সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাজিনের উপর হামলা চালায়।এ সময় প্রতিপক্ষরা ধারালো দা, লোহার পাইপ দিয়ে খুপিয়ে ও পিটিয় গুরুতর জখম করে।
পরে স্থানীয় ছুটে এসে আহত কে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আহত সাজিন শেবাচিমের পুরুষ অর্থোপেডিক ওয়ার্ডে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে আহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।