দিনাজপুরের পার্বতীপুরে মুখোমুখি সংঘর্ষে ১ জনের মর্মামন্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন
অটোরিক্সার ৫ যাত্রী। শনিবার (২২ ফেব্রুয়ারী) বিকেলে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর থেকে পার্বতীপুরের দিকে আসছিলো সেনা সদস্য বহনকারী একটি পিকাপ। এসময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিক্সা পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা এলাকায় পৌছালো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তৈয়ব আলী (৪৮) নামে এক আনসার সদস্য ঘটনাস্থলেই মৃত্যু বরন করেন। তিনি লালমনিরহাটে হাতিবান্দা উপজেলার গিড্ডমারী দোয়ানী এলাকার হানিফ আলীর ছেলে। পরে পার্বতীপুর মডেল থানাপুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। তারা হলেন- রংপুরের তারাগঞ্জের লালমিয়ার স্ত্রী রুবিনা বেগম (৪০), স্বামী লালমিয়া (৫৬), লাল মিয়ার বোন ফাতেমা আক্তার (৩৪), পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের হরিরামপুর গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে নুর আলম (৫৬) এবং চিরিরবন্দরের শামসুল ইসলামের ছেলে ফাইম ইসলাম (৩৮)। খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান নিয়ে পার্বতীপুর - সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে উত্তেজিত স্থানীয়রা। এ ঘটনায় প্রায় ১ ঘন্টা ওই রাস্তায় যানচলাচল বন্ধ থাকে। স্থানীয়রা জানান, দ্রুতগতির অটোরিক্সাটি একটি ট্রাক কে অতিক্রমকালে দূূর্ঘটনা কবলিত হয়।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল ধানার ওসি আব্দুস ছালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।