রূপগঞ্জে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে তারাবো পৌর সভার ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক বিল্লাহ হোসেন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী)বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার তারাব পৌর সভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিল্লাহ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
আহত বিল্লাহ হোসেনের বড় ছেলে রাব্বি জানায়,মঙ্গলবার বিকেলে সন্ত্রাসী শুটার রিয়াজের নেতৃত্বে একদল সন্ত্রাসী খুব কাছ থেকে তাঁর পিতা বিল্লাহ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ গ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এনটিভি অনলাইন কে বলেন তারাব পৌর বিএনপি নেতা বিল্লাহ হোসেন`কে গুলি করার বিষয়ে আমার জানা নেই। বিস্তারিত জেনে তারপর আপনাদের জানাচ্ছি।