নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফিট মাজার রোড সড়কে যাত্রীবাহি সিএনজি অটোরিকশার সাথে আজিক গ্রুপের রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় সিএনজি চালকসহ আহত হয় ৪ জন।ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ও সহকারীকে আটক করেছেন।
পূর্বাচল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ( এসআই) জাহাঙ্গীর আলম জানান, রাজধানীর কুড়িল থেকে একটি সিএনজি অটোরিকশা কাঞ্চন যাবার পথে ৩০০ ফিট সড়কের মাজার চত্ত্বরে দ্রুতগতির রেডিমিক্স ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরোবি আক্তার (৩২) খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়। এ ঘটনায় পুলিশ রেডিমিক্স গাড়ির চালক ফকরুল ইসলাম ও তার সহকারী সাহেদুল ইসলামকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।