Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ১০০ পিচ ইয়াবা, ১কেজি গাঁজা,১০ গ্রাম হেরোইন ও ১৫ বোতল ফেন্সডীলসহ গ্রেফতার-০৬

এস,এম,জাহান ইমাম স্টাফ রিপোর্টারঃ
জানুয়ারি ৩০, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাবনা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম-সেবা এর সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশের ওসি মোঃ হাসান বাসির এর নেতৃত্বে গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১.৪৫ মিনিটের সময় এসআই(নিঃ) সেলিম রেজা এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন আতাইকুলা ইউপির ৯নং ওয়ার্ডের ধর্মগ্রাম হাজীপাড়া গ্রামের আব্দুল জব্বার এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করিয়া মাদক ব্যবসায়ী আব্দুল জব্বারের ছেলে মোঃ আসলাম হোসেন(৫২) কে মাদকদ্রব্য ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।

ডিবি পাবনা অপর একটি টিম এসআই(নিঃ) মোঃ মহিদুল ইসলাম এর নেতৃত্বে পাবনা জেলার সদর থানাধীন রাঘবপুর এলাকায় অভিযান পরিচালান করে সকাল ০৮.৪০ ঘটিকায় মাদক ব্যবসায়ী ১। আল আমিন (৩৩), পিতা- আঃ লতিফ রওশন ওরফে আব্দুল্লাহ, মাতা- নীলা বেগম, সাং- দক্ষিন রাঘবপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা কে মাদকদ্রব্য ১০(দশ) গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে একই টিম সদর থানাধীন গাছপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ আল আমিন (২৯), পিতা- নাসির উদ্দিন, মাতা— নেহারা খাতুন, সাং— চাবনা, ইউনিয়ন—হোগলবাড়ীয়া, ওয়ার্ড—০৪, থানা— দৌলতপুর, জেলা— কুষ্টিয়া; ২। মোঃ টিক্কা খান (২৮), পিতা- মৃত মোঃ নকিম উদ্দিন, মাতা— জহুরা আক্তার, সাং—লক্ষীখোলা মোসলেমপুর বাজার, ইউনিয়ন— রিফায়েতপুর, ওয়ার্ড—০৮, থানা—দৌলতপুর, জেলা— কুষ্টিয়াদের কে ১৫(পনেরো) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।

পরবর্তীতে ডিবি পাবনা অপর একটি টিম এসআই(নিঃ) বেনু রায় এর নেতৃত্বে ইং ২৯/০১/২০২৫ তারিখ ভোর ০৪.৪৫ ঘটিকায় পাবনা জেলার সুজানগর থানাধীন মাষ্টারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহীন শেখ (২৭), পিতাঃ মোঃ আবুল কাশেম, মাতাঃ মোছাঃ ফরিদা খাতুন, সাং-মাষ্টারপাড়া, থানাঃ সুজানগর, জেলাঃ পাবনা, ২। মোঃ শামীম শেখ (২১), পিতাঃ মোঃ আবুল কাশেম, মাতাঃ মোছাঃ ফরিদা খাতুন, সাং-মাষ্টারপাড়া, থানাঃ সুজানগর, জেলাঃ পাবনা দ্বয়কে ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ঠ থানায় পৃথক পৃথক মাদক মামলা রজু করা হয়েছে।৩০,০১,২০২৫