Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

“রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয়ের গৌরনদী থানার মতবিনিময় সভায় অংশগ্রহণ।

নিজস্ব প্রতিবেদক কেএম হারুনঃ
জানুয়ারি ২৬, ২০২৫ ১১:২৭ অপরাহ্ণ
Link Copied!

অদ্য ২৬ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখ, বিকাল ১৫.০০ ঘটিকার সময় গৌরনদী থানা এলাকায় এক মত বিনিময় সভায় আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, ডিআইজি, বরিশাল রেঞ্জ, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার বরিশাল। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব, শারমিন সুলতানা রাখি, গৌরনদী সার্কেল, বরিশাল জেলা।

ডিআইজি মহোদয় গৌরনদী থানার উপস্থিত লোকজনের আইনগত সকল সমস্যার কথা এবং নানাবিধ অভিযোগ শুনেন ও ব্যাখা প্রদান করেন। জনগণের সেবায় পুলিশ সদা প্রস্তুত আছে বলে জানান। এছাড়াও সকল ধর্মীয় জনসাধারণের মধ্যে একতাবদ্ধ হয়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন যাতে গৌরনদী থানা এলাকার জনসাধারণের মধ্যে সম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি বজায় থাকে এবং যেকোনো প্রয়োজনে পুলিশের সহযোগিতা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন।

এ মতবিনিময় সভায় আরো উপস্থি ছিলেন অফিসার ইনচার্জ, গৌরনদী থানা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানায় আগত সেবা প্রত্যাশীগণ।