কুড়িগ্রামের রৌমারীতে “সিএসডিকে এনজিও’র পক্ষ থেকে, হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ” প্রদান করা হয়েছে। বুধবার (১৯শে নভেম্বর) দুপুর ১.৩০ মিনিটে “বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম এনজিও’র প্রধান কার্যালয় দক্ষিণ বাগুয়ার চরে, এনজিও নিজস্ব অফিসে ১২জন হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ২টি করে ছাগল অর্থাৎ ২৪টি ছাগল বিতরণ করা হয়েছে। এবং ছাগল পালন বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রতিটি ছাগলের ভ্যাক্সিন করা এবং কৃত্রির ঔষুধ বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান পাইকার, পশু চিকিৎসক মেহেদী হাসান, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম সংস্থার সভাপতি ফরজ আলী, নির্বাহী পরিচালক জনাব আবু হানিফ, সহকারী পরিচালক জনাব হারুন অর রশিদসহ সিএসডিকে এনজিওর সকল কর্মচারী, উপকারভোগীসহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন৷
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, রৌমারীর চরাঞ্চলের জন্য গ্রামীন অর্থনীতে ছাগল পালন ও বিতরণ কর্মসূচি, অসহায় গরিব মানুষের অর্থনৈতিক ভবে স্বাবলম্বী করতে ব্যাপক ভূমিকা রাখবে, এবং ভালো মানের ছাগল বিতরণ ও এলাকার প্রয়োজনী প্রকল্প গ্রহণ করার জন্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও সিএসডিকে এনজিওকে ধন্যবাদ জানান তিনি।
সিএসডিকে এনজিওর সভাপতি ফরজ আলী বলেন, সিএসডিকে সংস্থা দীর্ঘদিন যাবৎ কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে, সামনের দিন গুলোতেও যেন অসহায় মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যান। সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

