Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কমিটি গঠন, আব্দুল হান্নান সভাপতি, মকিস মনসুর, সম্পাদক নির্বা‌চিত।

শ‌হিদুল ইসলাম, নিজস্ব প্রতি‌বেদক:-
নভেম্বর ৬, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫ ও ২০২৭ ইংরেজি তথা আগামী দু’বছর এর জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ৩ রা নভেম্বর ২০২৫, বাংলাদেশ ওয়েলফয়ার সেন্টারে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্ সভাপতি, কমিউনিটি সংগঠক শেখ মোহাম্মদ আনোয়ারকে ট্রেজারার এবং কমিউনিটি ব্যাক্তিত্ব ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুরকে জেনারেল সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়াও কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের আগামী দু’বছর এর জন্য ডিরেক্টর হিসাবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোহাম্মদ কেরামত আলী,শফিক মিয়া, মোহাম্মদ আসকর আলী, নজির উদ্দিন, মাহমুদ মিয়া চৌধুরী, মাহমুদ হোসেইন ও রকিবুর রহমান।

সভায় সংগঠন এর আর্থিক ও বাষিক রিপোর্ট সর্ব সম্মতিক্রমে পাশ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংগঠন এর জন্য করণীয় নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সীদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৃটেনে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর নব-নির্বাচিত জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর জানান বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে কার্ডিফ কমিউনিটির নানা সমাজসেবা মূলক কমকান্ডে ও মানবতার কল্যাণে ঐক্যের বন্ধনে কমিউনিটির উন্নয়ণে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।

সংগঠন এর আগামী দিনের পথচলায় তিনি কমিউনিটির সবার সহযোগিতা কামনা করেছেন।
পরিশেষে মধ্যাহ্ন ভোজন এর মাধ্যমে সভা সমাপ্তি ঘোষণা করা হয়েছে।