Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীরকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

স্টাফ রিপোর্টার:-
অক্টোবর ৩০, ২০২৫ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে আজ বুধবার বিকালে পুলিশ লাইনে ক্লোলড করা হয়েছে বলে জানা গেছে।বিষয়টি টক অব দ্যা কানট্রিতে পরিণত হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে, দর্শনা থানার বহুল আলোচিত অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর ২০২৪ সালের জুলাই রেভ্যুলেশনের পর অক্টোবরে দর্শনা থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর থেকে এলাকায় একেরপরএক অনতিভেতপ্রেত ঘটনার অবতারণা হয়।এ সময়ে দর্শনা থানা এলাকায় চরমভাবে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি দেখা দেয়। প্রায় প্রতিদিন ও রাতে চুরির ঘটনা কোনভাবে নিয়ন্ত্রন করতে পারেনি পুলিশ। তাছাড়া ঘটেছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। ফলে মাস কয়েক ধরে পুলিশি ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। গতকাল বুধবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে ওসি শহীদ তিতুমীরকে।

ওসি শহীদ তিতুমীরের বিরুদ্ধে সম্প্রতি দর্শনা এলাকার বিএনপি সমর্থক স্কুল শিক্ষিকা পুতুল কে স্বর্ণ চোরাচালান ও মাদক পাচারের মিথ্যা নাটক সাজিয়ে সরাসরি জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় ব্যাপক সমালোচনা হয়।এছাড়া,শাপলা নিউজ২৪.কমে ইতোপূর্বে কোটালী- উজলপুর রোডের মোটা মোটা গাছ কাঁটা বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়।ছিনতাই,চুরি,,ডাকাতিও বেড়ে গেছে।এ ব্যাপারে তার ভুমিকা নিয়ে প্রশ্ন দেখা দেয়।

কয়েক মাস আগে বিএনপির স্হানীয় নেতা কর্মীরা ওসি শহীদ তিতুমীরের স্বৈরাচারি ভুমিকার জন্য বিক্ষোভ মিছিল করেছে।এছাড়া, হিজলগাড়ি, তিতুদহ ও বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জদের মাধ্যমে মাদক বিক্রেতাদের কাছে থেকে নিয়মিত মাসহারা নেবার অভিযোগ রয়েছে।

উল্লিখিত ঘটনাগুলো তদন্ত করার জন্য সম্প্রতি একটি বিশেষ গোয়েন্দা সংস্হা দর্শনায় আসেন।ঘটনার সত্যতা পায়।এবং স্হানীয় ভুক্তভোগী মহল খুলনা ডিআইজিপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের কাছে ওসি শহীদ তিতুমীরকে অপসারণ ও বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণের দাবী জানায়।এ সবের ২৪ ঘন্টা পর বুধবার বিকালে ওসি শহীদ তিতুমীরকে পুলিশ লাইনে ক্লোজড করা নির্দেশনা আসে।এ ব্যাপারে জীবননগর-দামুড়হুদা সার্কেলের সহাকারি পুলিশ সুপার আনোয়ারুল কবীর জানান, যেহেতু দর্শনা থানায় তার বয়স বছর পেরিয়ে গেছে, সেহেতু স্বাভাবিকভাবেই বদলি করা হয়েছে ওসি শহীদ তিতুমীরকে। দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে কাকে পদায়ন করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

এদিকে, দর্শনা থানার অধীন হিজলগাড়ি, তিতুদহ ও বেগমপুর ক্যাম্প পুলিশের ইনচার্জদেরও দ্রুত অপসারণের দাবী জানানো হয়েছে।