Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে সাজিদের মাগুরা কাবাডি ক্লাব জিতেই চলেছে।

তৌহিদ,মাগুরা জেলা প্রতিনিধি:-
অক্টোবর ৩০, ২০২৫ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

মাগুরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে পরপর দুই ম্যাচে দারুণ জয় অর্জন করেছে মাগুরা কাবাডি ক্লাব। বুধবার বিকেলে নোমানী ময়দানে অনুষ্ঠিত খেলায় প্রতিপক্ষ ভায়না কাবাডি দলকে ৩৬–৩০ পয়েন্টে পরাজিত করে তারা টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে মাগুরা কাবাডি ক্লাব। দলের রেইডাররা একের পর এক সফল রেইডে পয়েন্ট সংগ্রহ করে দলকে এগিয়ে নেন। অপরদিকে, ভায়না কাবাডি দল কিছু সময় ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি। প্রথমার্ধেই ১০ পয়েন্টে এগিয়ে যায় মাগুরা কাবাডি ক্লাব। দ্বিতীয়ার্ধে ভায়না দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নির্ধারিত সময় শেষে ৩৬–৩০ পয়েন্টে জয় পায় মাগুরা কাবাডি ক্লাব। খেলা শেষে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে নোমানী ময়দান প্রাঙ্গণ।

উল্লেখ্য, এবারের মাগুরা ১ম বিভাগ কাবাডি লীগে মাগুরা কাবাডি ক্লাবের মিডিয়া পাটনার হিসেবে কাজ করছে SF TV এবং Cntv24. আর টিমের তত্বাবধায়ক হিসেবে আছে জাতীয় কাবাডি খেলোয়াড় মাগুরা জেলার গর্ব সাজিদ হাসান।