Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এ “Skills and Innovation Competition 2025” অনুষ্ঠিত।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এবং মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে “Skills and Innovation Competition 2025” অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৭ সেপ্টেম্বর মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এবং মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী দক্ষতা ও প্রযুক্তিগত প্রয়োগের মাধ্যমে নিজেদের স্কিল তুলে ধরে। তারা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট, প্রযুক্তি নির্ভর সমাধান ও বাস্তব জীবনে ব্যবহারযোগ্য বিভিন্ন মডেল উপস্থাপন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মাগুরা মোঃ অহিদুল ইসলাম। তিনি প্রতিযোগিতার বিভিন্ন স্টল সমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্পের সাথে পরিচিত হন।প্রধান অতিথি তার পৃথক বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে তরুণ প্রজন্মকে দক্ষ ও প্রযুক্তি নির্ভর করে গড়ে উঠার আহবান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এ আয়োজন তরুণদের দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।