মাগুরা সদর উপজেলার পয়ারী কুরীপাড়ার হিন্দু যুবক দীপ্ত কুরী(২৫) কে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ওই এলাকার গৌতম কুরীর ছেলে। পুলিশ জানায়, দীপ্ত কুরী তার ফেসবুক আইডি “Dipto King” থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন। ছবিতে দুর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজন করা হয়।
ঘটনার পর স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এর আগেও তিনি অনুরূপ কর্মকাণ্ডে জড়িত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, দীপ্ত কুরীকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। শুক্রবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।