Crime News tv 24
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় দূর্গা পূজায় দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি দের নিয়ে ব্রিফিং।

মোল্লা জাহাঙ্গীর আলম /স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা জেলার রূপসা উপজেলাতে সার্বজনীন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে পিসি এপিসি আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল১১ টায় উপজেলার আনসার ও ভিডিপি কার্যালয়ে দায়িত্ব পালন বিষয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান । ব্রিফিং পরিচালনা করেন উপজেলা আনসার কর্মকর্তা ও জেলা সার্কেল অ্যাডজুটেন্ট মো. আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলার প্রশিক্ষক মো. বিপুল গাজী, রূপসা উপজেলার প্রশিক্ষিকা সুমাইয়া আক্তার, উপজেলা মহিলা প্লাটুন কর্মকর্তা জেসমিন আক্তার,থানা কোম্পানি আনসার কমান্ডার আব্দুর রব থানা সহকারী কোম্পানি কমান্ডার মাসুদুর রহমান ,ইউনিয়ন আনসার কমান্ডার মো. মহিবুল মোড়ল, ভিডিপি সদস্য দেলোয়ার হোসেন, শাহনাজ বেগম প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ বছর রূপসা উপজেলার ৫টি ইউনিয়নে ৭৪ টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় রূপসা উপজেলাতে ৪৯২ জন আনসার ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন থাকবে।

যার ভেতর ৩৪৪ জন পুরুষ ও ১৪৮ জন মহিলা রয়েছে।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৬ জন এবং সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন।

এছাড়াও পূজা উৎসবে কুচক্রী মহলের গুজব প্রতিরোধ ও সকল অশুভশক্তি মোকাবেলায় দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য স্মার্টফোন অ্যাপ শারদীয় সুরক্ষা অ্যাপসের রিপোর্ট কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি করা হয়েছে।