Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠি নথুলাবাদে গ্রাম আদালত সেবা নিয়ে সচেতনতামূলক র‍্যালি।

admin
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

 

মোঃ জাহিদ ঝালকাঠি প্রতিনিধি:-

 

ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নে গ্রাম আদালত সেবা সম্পর্কিত সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার হ্যাঁ সকাল দশটায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে নেতৃত্ব দেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম। এ সময় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. জুবায়ের হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত হলো তৃণমূল পর্যায়ে সহজ, সাশ্রয়ী ও দ্রুত ন্যায়বিচার পাওয়ার অন্যতম মাধ্যম। এ আদালতের মাধ্যমে জনগণ খুব সহজে তাদের ছোটখাটো বিরোধ মীমাংসা করতে পারে। ফলে সময় ও অর্থের অপচয় রোধ হয়, সেই সঙ্গে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ে।

এ সময় প্যানেল চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম বলেন, “গ্রাম আদালত হলো জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর উদ্যোগ। এখানে সাধারণ মানুষ দ্রুত, স্বল্প ব্যয়ে এবং হয়রানিমুক্তভাবে ন্যায্য সমাধান পেয়ে থাকে। আমাদের উদ্দেশ্য হলো ইউনিয়নের প্রতিটি মানুষকে এই সেবার সঙ্গে সম্পৃক্ত করা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। আমি বিশ্বাস করি, গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী হলে গ্রামীণ সমাজে বিরোধ কমবে, শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে এবং উন্নয়নের গতি ত্বরান্বিত হবে।”

র‌্যালিটি আয়োজন করে নথুল্লাবাদ ইউনিয়ন পরিষদ। “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ এ কার্যক্রম বাস্তবায়ন করছে।