নেত্রকোনার পূর্বধলা উপজেলার ভূমি সেবা সহায়তা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুনমুন জাহান লিজা।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলা পরিষদ গেইট সংলগ্ন ভূমি সেবা কেন্দ্রটি পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজী।
পরিদর্শনকালে এডিসি লিজা বলেন, ভূমি সেবা কেন্দ্রের পরিবেশ সন্তোষজনক। এখানে সেবা ফি তালিকা, অনুমতিপত্র এবং মতামত বাক্স রয়েছে। উপস্থিত নাগরিকদের মতামতও ভালো পাওয়া গেছে।
এসময় পূর্বধলা ভূমি সেবা কেন্দ্রের পরিচালক তুষার দত্ত, ইনচার্জ মো. সোহানুর জামান সোহান এবং কেন্দ্রের অ্যাডভোকেট মো. মাসুদ ফুল দিয়ে এডিসি, ইউএনও ও এসিল্যান্ডকে বরণ করেন।
সরকারি অনুমতিপ্রাপ্ত এই ভূমি সেবা কেন্দ্রে জমির খাজনা প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলন, খতিয়ান সংশোধনের আবেদন, সকল প্রকার নকশা উত্তোলন, হাল ও সাবেক দাগ চিহ্নিতকরণ, ভূমি সংক্রান্ত সকল আবেদন দাখিল, ডিজিটাল সার্ভে সেবা, খাস দাগ চিহ্নিতকরণ, ব্যক্তিগত নকশা তৈরি, দলিল সম্পাদন, দলিল তল্লাশি এবং সার্টিফাইড দলিল উত্তোলনসহ সব ধরনের ভূমি সংক্রান্ত কাজ করা হয়।