হবিগঞ্জের মাধবপুরে মোঃ এনামুল হক নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন উপজেলার ৯নং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামীলীগ নেতা নুরুল হাসান তপু। এই চাঁদার টাকা পরিশোধ না করলে তাকে হত্যা করা হবে বলে হুমকিও দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত্র অনুমান ০৯:৪৫ ঘটিকার সময় এই হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।
তিনি আরো উল্লেখ বলেন, আওয়ামীলীগের দুসর’কে চাঁদা দিতে অস্বিকার করলে বিবাদী সহ তাহার সহযোগীগন পরের দিন আমার প্রতি ক্ষিপ্ত হয়ে, আমার অবর্তমানে বিগত ১৯/০৯/২০২৫ইং তারিখে রাত্র অনুমান ১২টা ৪৫মিনিটের সময় আল-আমিন হোটেলের সংলগ্ন উত্তর দিকে আমার ব্যবসায়ী প্রতিষ্টানের সংরক্ষিত এলাকায় রক্ষিত লোহার পাইপ, জন্ত্রপাতি এবং আনুসাঙ্গিক মূলবান জিনিসপত্র রাখা দেশি অস্ত্র দিয়ে পিঠিয়ে ভাঙ্গচুর করে আমার ব্যবসা প্রতিষ্টানের যন্ত্রপাতি নষ্ট করে, নষ্ট করে আনুমানিক ২০ (বিশ লক্ষ) লক্ষ টাকা ক্ষতি করে এবং ৫০ টি ১২ ইঞ্চি লোহার পাইপ রাতের অন্ধকারে গাড়িতে উঠিয়ে চুরি করে নিয়ে যায়। এবং বিবাদীগন আমাকে চাঁদা না দিলে এলাকায় আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে তার সহযোগীদের নিয়ে আবারও আক্রমন করবে, রাতের অন্ধকারে আমি সহ আমার পরিবারের অন্যান ব্যক্তিবর্গের শারীরিক ক্ষতি করবে, আমাকে মিথ্যা হয়রানীমূলক মামলা দিয়ে আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্ত করবে এবং সুয়োগ পেলে আমাকে মেরে লাশ গুম করে ফেলবে। এবিষয়ে ২০ সেপ্টেম্বর মাধবপুর থানায় একটি অভিযোগ দায়ের করি।
এব্যাপারে নুরুল হাসান তপু মেম্বার বলেন, আমি কারো কাছে কোন চাঁদা দাবি করিনি। এবং ক্ষতিগ্রস্ত কোন কিছুর সাথে জড়িত নয়।
এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত মূলে সততার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।