Crime News tv 24
ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীর কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা গ্রেফতার।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):-
সেপ্টেম্বর ২২, ২০২৫ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের টঙ্গীতে অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়লো কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুনা।

রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তি থেকে তাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রুনা টঙ্গীর বিভিন্ন এলাকায় হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রুনার মাদক সিন্ডিকেটের কারণে অসংখ্য তরুণ মাদকের ফাঁদে জড়িয়ে পড়েছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন,“রুনা টঙ্গী অঞ্চলের কুখ্যাত মাদক ব্যবসায়ী। কিছুদিন যাবত তাকে ধরার চেষ্টা চলছিলো। অবশেষে অভিযান চালিয়ে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইন ও ইয়াবা জব্দ করা হয়েছে। রুনার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।”
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে টঙ্গীতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।