Crime News tv 24
ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে সাবেক চেয়ারম্যান আঃ আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণীর জানাযা সম্পন্ন।

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ণ
Link Copied!

পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের সহধর্মিণী শাহিদা বেগমের জানাযা নামাজ সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টায় কুয়াতপুর জিন্নাতিয়া দাখিল মাদ্রাসার মাঠে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে স্থানীয় সর্বস্তরের জনগণ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ। তিনি মরহুমার রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় বক্তব্য রাখেন মরহুমার স্বামী ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।