Crime News tv 24
ঢাকাশনিবার , ৩০ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত।

Link Copied!

খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।

তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।

শনিবার ৩০ আগস্ট ২০২৫ এর সকাল ৯টা ৩০ মিনিটের সময় তেরখাদা উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের কাছে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি এবং তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইকটি একে অপরকে সামনের দিকে আসা অবস্থায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রলির চালকও সামান্য আহত হন, তবে ইজিবাইকটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা আহত মফিজ মোল্লাকে তৎক্ষণাৎ তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীতে দুপুর ১১টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রলি এবং ইজিবাইক ঘটনাস্থলে রাখা আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া ফেলেছে এবং স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।