Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনায়” খালে ডুবে রাজ্জাক নামে ব্যবসায়ীর মৃত্যু।

Link Copied!

খুলনার কয়রায় মাছ ধরতে গিয়ে খালে ডুবে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) নিখোঁজ হওয়ার পর বুধবার ভোরে দক্ষিণ বেদকাশীর হারেজখালী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের হামিদ গাজীর ছেলে।

তিনি দীর্ঘদিন ধরে জোড়শিং হারেজখালী খাল লিজ নিয়ে মাছ চাষ করতেন এবং খালের ধারে অস্থায়ী ঘরে থাকতেন।

প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে মাছ ধরতে খালে নামলেও আর বাড়ি ফেরেননি। রাতে খোঁজাখুঁজি চালানো হলেও তার সন্ধান মেলেনি।

বুধবার ভোরে স্থানীয়রা খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পরিবারের দাবি, রাজ্জাক দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

তার বোন ও স্থানীয় ইউপি সদস্য রাশিদা বেগম জানান, “আমার ভাই সম্ভবত খালে মাছ ধরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু হয়।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।