১৯ আগস্ট মঙ্গলবার বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ক্রেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা মাহাবুবুর রহমান লিটন এর দিক নির্দেশনায়, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা ছেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। যাতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালিটি ত্রিশাল উপজেলার দরিরামপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে বের হয়ে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ডের মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। শোভাযাত্রাটি শেষ হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায়
বক্তারা বলেন, “স্বেচ্ছাসেবক দল দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
নেতাকর্মীরা জানান, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি।
আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।