Crime News tv 24
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় খাসজমিতে লিচু বাগান স্থাপন কার্যক্রমের উদ্বোধন করলেন সচিব মোঃ ওবায়দুর রহমান।

তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
আগস্ট ১১, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

মাগুরায় সরকারি খাসজমিতে লিচুর চারা লাগিয়ে লিচু বাগানের উদ্ভোধন করলেন শিল্প সচিব মোঃ ওবায়দুর রহমান। ১০ আগস্ট ২০২৫ তারিখ মাগুরা জেলার সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধারকৃত ১১.৫৮ একর সরকারি খাসজমিতে এই লিচু বাগানের উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম-সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

লিচু গাছের চারা রোপণ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাসজমি যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসনের উদ্যোগে খাসজমি উদ্ধারপূর্বক এমন বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফলজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।