চুয়াডাঙ্গা পৌরসভাধীন ভেমরুল্লাহ গ্রামের মুত আঃ সাত্তার মহুরার বিধবা স্ত্রী রত্না খাতুন (৫০) অবশেষে ন্যায্য বিচারের দাবীতে প্রতারক সাইফুল গং ও তাদের সহযোগী টিএমএসএস কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।বিষয়টি নিয়ে এরইমধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।
মামলার নথি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা আমলী আদালতে ৪২০,৪০৬,৪৬৭,৪৬৮,৪৭১ দঃবি একটি প্রতারণা মামলা দায়ের করেছেন রত্না খাতুন (৫০)। মামলা নং সি আর -১০০১/২০২৫। এ মামলার আসামীরা হলেন -সাইফুল ইসলাম (৪২),ডালিয়া খাতুন (৪৪),টিএমএসএস ম্যানেজার এনামুল হক (৪৫)ও এনজিওটির মাঠকর্মী মাহাফুজ্জামান( ২৫)।মামলাটির ১২ আগষ্ট’২৫ তারিখে দিন ধার্য্য করা হয়েছে।
আরেকটি মামলা চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃ কাঃ বিধি আইনের ১০৭/১১৭(৩) ধারা মোতাবেক দায়ের করা হয়েছে।যার মামলা নং- পি-২১৫/২০২৫।এ ফৌজদারী মামলাটি আগামী ১৪ আগষ্ট’২০২৫ ইং তারিখে দিন ধার্য্য করা হয়েছে।মামলার আসামীরা হলেন-সাইফুল ইসলাম(৪২),ডালিয়া কাতুন(৪৪),টিএমএসএস ম্যানেজার এনামুল হক(৪৫),টিএমএসএস এর মাঠকর্মী মাহাফুজ্জামান(২৫),জাহিদ হোসেন দোলাল(৫০),রাতুল(২৩),সাইদ হোসেন আসিফ(২৫)।
ইতোঃপূর্বে এ সংক্রান্ত বিষয়ে সচিত্র প্রতিবেদন স্হানীয় কয়েকটি অন লাইন পত্রিকায় প্রকাশিত হয়।এ ব্যাপারে মামলার বাদী অসহায় বিধবা মহিলা রত্না( ৫০) বলেন-তিনি আদালতের প্রতি বিশ্বাস ও আস্হা রেখে ন্যায় বিচার চেয়ে মামলা দায়ের করেছেন।সে সাথে প্রতারকচক্রের শাস্তির দাবী জানান।#