বাংলাদেশ শিক্ষক সমিতির বাগেরহাট জেলার আহবায়ক কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব সেলিম ভুইয়ার স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে রণবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির-কে আহবায়ক এবং কেএম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিফতাউদ্দিন-কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
আহবায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ কেএম রাজু আহমেদ, শেখ মনিরুজ্জামান, সোহেল রানা, গোলাম কুদ্দুছ মাতুব্বর ও মোঃ আসাদুজ্জামান। আহবায়ক কমিটিকে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সন্মেলনের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে। আহবায়ক কমিটি অনুমোদন হওয়ায় জেলার শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আহবায়ক কমিটির সদস্যদের অভিনন্দন জানান।