মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের ছালামিটিলা এলাকার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ছালামিটিলা তাঁরা যুব সংঘের উদ্যোগে দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ২ জুলাই ২০২৫ ইং শনিবার ছালামীটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলনে কক্ষে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও মুফিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ ও মৌলভীবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শামছুল ইসলাম।
প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন – মৌলভীবাজার সরকারি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর রফি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অভয়চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদুর রহমান। কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আলমগীর আলম। মাইজপাড়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. শাহ মোঃ মুজাহিদ আলী। শ্যামেরকোনা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. জাহিদুল ইসলাম।
এছাড়া আরো বক্তব্য রাখেন – মোঃ জুয়েল মিয়া, মোঃ রিয়াজ উদ্দিন ও মোঃ রুসেল প্রমূখ ।
মোঃ নাইম আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন মোঃ রমজান আলী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এলাকার প্রবীণ মুরব্বি মোঃ ফারুক মিয়া, মোঃ সুফিয়ান মিয়া, খালিছুর রহমান, আব্দুল মুবিন মেম্বার, তরিক মিয়া, আব্দুর রউফ, বশির মিয়া, জুবায়ের আহমদ, ছালামীটিলা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি কামরুল ইসলাম, তাঁরা যুব সংঘের উপদেষ্টা মোঃ রফিক মিয়া ও মোঃ সুজন মিয়া প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠান প্রদান শেষে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।